ভার্চুয়াল প্লাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এক ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পর্ষদের পরিচালক মো. আকিকুর রহমান, রাইয়ান কবির, ম. মনিরুজ জামান খান এবং স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম, ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. কামাল হোসেন।
সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক ২০২০ সালে ৮ হাজার ২৬৪ দশমিক ৫৬ মিলিয়ন টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকের আমানতের পরিমাণ ৩ লাখ ৫৯ হাজার ৫৩৫ দশমিক ৯৪ মিলিয়ন টাকা।