জ্বালানি তেল পরিশোধনে ইস্টার্ন রিফাইনারির মাইলফলক অর্জন
দেশে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনে মাইলফলক অর্জন করেছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বাংলাদেশ পেট্রোলিয়াম কাপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান ও দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।
১৯৬৮ সালের ৭ মে বার্ষিক ১৫ লাখ টন পরিশোধন সক্ষমতায় উৎপাদন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। দীর্ঘ ৫৪ বছর ধরে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিরবচ্ছিন্নভাবে গুণগত মানসম্পন্ন জ্বালানি তেল উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি।দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাসহ জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান।
চলমান বৈশ্বিক মহামারি কভিড-১৯ পরিস্থিতির মধ্যেও ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইতিহাসে প্রথমবারের মতো ২০২০-২১ অর্থবছরে ক্রুড অয়েল পরিশোধন সক্ষমতার শতভাগ (১৫ লাখ টন) অর্জন করেছে। দেশের জ্বালানি তেলের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে।
এরমধ্যে, ইস্টার্ন রিফাইনারির বাস্তবায়নাধীন ৩০ লাখ টন ক্রুড অয়েল পরিশোধন ক্ষমতাসম্পন্ন ‘ইনস্টলেশন অব ইআরএল ইউনিট-২’ এবং ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্প দুটি উল্লেখযোগ্য। বর্তমানে প্রকল্প দুটির বাস্তবায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
আশা করা হচ্ছে, প্রকল্প দুটি সফলভাবে সমাপ্ত হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে এবং সেই সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয়সহ অধিকসংখ্যক লোকবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।