গাজীপুরে পদোন্নতিপ্রাপ্তকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার
গাজীপুর জেলার কনষ্টবল-৬৫ মো. রুমান মোল্লার নায়েক পদে পদোন্নতি হয়েছে। মো. রুমান মোল্লার নায়েক পদ পাওয়ায় তাকে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন গাজীপুর জেলা পুলিশ সুপার এস, এম শফিউল্লাহ্ (বিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।