পুপরোয়ার উদ্যোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার’স অ্যাসোসিয়েশনসের (পুপরোয়া) উদ্যোগে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: বর্তমান বাস্তবতা’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, এসইইউর উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ড. এইচএম জহিরুল হক।