সাতক্ষীরার জোড়দিয়ায় এক কলাগাছে ১৯টি মোচা
এমএ জামান ( সাতক্ষীরা) : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া গ্রামে ১টি কলাগাছে ১৯টি মোচা ধরেছে। মঙ্গলবার হঠাৎ করে শোনা গেল লোকসমাগম হচ্ছে জোড়দিয়ায়, কারণ গ্রামের বিষ্টুপদ বিশ্বাসের পুত্র মনোরঞ্জন বিশ্বাসের একটি কলাগাছে ১৯টি মোচা হয়েছে। মোচা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করছেন। গ্রামের সাধারণ লোকজন ছুটে যাচ্ছে এক নজর দেখার জন্য। তবে কলাগাছ এবং মোচা নিয়ে সর্বত্রই চলছে আলোচনা।