রাজশাহী রেঞ্জের ডিআইজি অংশ নিলেন ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভায়
রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৯ জুন ২০২১ইং সকাল সাড়ে ১১টা ৩০মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ে এ মতবিনিয় সভার আয়োজন করা হয়।
রাজশাহীতে মসজিদের মাইকে করোনা ভাইরাসের বিভিন্ন বার্তা প্রচার এবং করোনা ভাইরাসের টিকা গ্রহণ সংক্রান্ত বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করার জন্য সভায় আলোচনা করা হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বিভাগের রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম)।