শিরোনাম

South east bank ad

শরণখোলায় ঘরের চালে বিদ্যুতের তার, অন্ধকারে ২০টি পরিবার

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নইন আবু নাঈম (বাগেরহাট) :

বাগেরহাটের শরণখোলায় ঘরের চালের উপরে বিদ্যুৎ লাইনের তার পড়ে দীর্ঘ্যদিন বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে ওই এলাকার ২০টি পরিবার রয়েছে অন্ধকারে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শরণখোলা পল্লী বিদ্যুতের এজি এম বরাবর অভিযোগ দিলে তাতেও কোনো সুরহা মেলেনি।
জানাগেছে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের চিত্তরঞ্জন শিকদারের ছেলে বিদ্যুৎ কান্তি শিকদার তার নিজ বাড়িতে একটি দোতলা টিনের ঘর তোলেন । যার চালের উপরে মিশে যায় ২৫ বছরের পুরনো বিদ্যুৎ লাইনের তার । এর ফলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে পরিবারটি । লাইনে বিদ্যুৎ সংযোগ দিলেই চাল কারেন্ট হয়ে যায়। এখন সেখান খেকে বিদ্যুতের লাইন অপসরণ না করলে ওই পরিবারটি তাদের ঘরের বাকি কাজও করাতে পারছেন না । আর লাইনও চালু করতে পারছেনা। এতে করে আশপাশের ২০ টি পরিবার প্রায় একমাস যাবৎ কাটাচ্ছে অন্ধকারে ।
তাই ঘরের চালের উপর থেকে বিদ্যুতের লাইন অপসরন চেয়ে (২২জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বরাবর একটি লিখিত অভিযোগ দিলে বিষয়টি আমলে নিয়ে নির্বাহী কর্মকর্তা শরণখোলা পল্লী বিদ্যুতের দায়ীত্বে থাকা এজিএম বরাবর দ্রæত ব্যবস্থা নিতে সুপারিশকৃত আবেদনটি পাঠান । কিন্তু তাতে কোনো প্রতিকার মেলেনি ।
এ ব্যাপারে শরণখোলা পল্লী বিদ্যুতের এরিয়া জোনাল ম্যানেজার (এজিএম) মোঃ আশিকুর রহমান সুমন বলেন,একই বাড়ির আসমত আলী মোল্লার ছেলে আল আমিন মোল্লা তার জমিতে খুঁটি পুততে না দিলে লাইন অপসরন করা সম্ভব না । ওই দুই পরিবার সমযোতা করলে লাইন অপসরন করে দেয়া যাবে ।
তবে, আল আমিন মোল্লা বলেন, আমার বাড়ির উপরে যেখানেই খুঁটি দিবে ভবিষ্যতে আমার ঘরের চালে একই সমস্যা তৈরি হবে । তাই এখান থেকে লাইন অপসরন করে সামনের রাস্তা দিয়ে নিলে আর কোনো সমস্যা থাকেনা । তবে,আশপাশের পরিবারগুলো দ্রæত এর সমাধান চান এবং লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জোর দাবি জানান ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: