শিরোনাম

South east bank ad

সাতক্ষীরার কলারোয়ায় করোনাকালে কর্মহীন ৮’শ ব্যক্তিকে অনুদান প্রদান

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম এ জামান ( সাতক্ষীরা) :

কলারোয়া পৌরসভার উদ্যোগে করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টার দিকে পৌরসভার হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের তালিকাভূক্ত ৮’শ ব্যক্তিকে জনপ্রতি ৫’শত টাকা করে প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত করোনাকালে কর্মহীন, দীনমজুর, গরীব মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত ওই টাকা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। এসময় পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন,শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, জিএম শফিকুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন
নিলু, আকিমুদ্দী আকি, ইমাদুল ইসলাম, আলফাজ হোসেন, দীতি খাতুন, আসাদুজ্জামান তুহিন, পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, হিসাব রক্ষক ইমরুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: