মাধবপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
শেখ জাহান রনি (মাধবপুর, হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯জুন) সকালে ১১.৩০ মিনিটে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছর আরিফ ২/২০২১-২০২২ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪শ জনের মাঝে বিতরণ করা হয়। প্রতি জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার বিতরণ করেন।
এসময় সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান, উপজেলা মৎস কর্মকর্তা আবু আসাদ মোঃ ফরিদ হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম শুরু করেন।