র্যাব ৯ এর অভিযানে বিপুল পরিমান গাঁজা সহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এবং এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন দেবেরগাঁও গ্রামস্থ মাঝপাড়া পুরাতন জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৫ কেজি গাঁজা, ০১ টি মোবাইল ও ০১ টি সিমকার্ডসহ পেশাদার মাদক ব্যবসায়ী কলি (২২) কে আটক করে র্যাব-৯।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব আটক কৃত মাদক ব্যবসায়ী এবং জব্দ কৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।