পুলিশ সুপার এর নেতৃত্বে চাঁদপুরে সরকার ঘোষিত বিধিনিষেধ ও লকডাউন বাস্তবায়নে তৎপরতা অব্যাহত
জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ (বিপিএম-বার) চাঁদপুরে বাংলাদেশ সরকার ঘোষিত বিধিনিষেধ ও লকডাউন বাস্তবায়নে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড় পরিদর্শন করেন । গতকাল সোমবার ২৮ জুন ২০২১ইং তারিখ করোনা মহামারি বিস্তার রোধে চাঁদপুর জেলায় সরকার ঘোষিত বিধি নিষেধ মাঠ পর্যায়ে সর্বাত্মক বাস্তবায়নে সদর মডেল থানা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদ (বিপিএম-বার)।
এছাড়া জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন বহির্ভূত যান চলাচল নিয়ন্ত্রণে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ নিয়োজিত রয়েছে।
এসময় পুলিশ সুপার মো. মিলন মাহমুদ (বিপিএম-বার)সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনাসমূহ প্রচার প্রচারণার মাধ্যমে সাধারণ জনগনের মধ্যে তুলে ধরেন এবং মাস্ক বিতরণ করেন।