শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মাসুদ রানা (আটোয়ারী):

পঞ্চগড়ের আটোয়ারীতে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশ উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সোমবার (২৮ জুন) বিকেলে মহামারী করোনা সংক্রমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার ফকিরগঞ্জ বাজার, পল্লী বিদ্যুৎ মোড়, কলেজ মোড় সহ বিভিন্ন মার্কেটে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৯টি পৃথক মামলায় ৯জন ব্যক্তিকে পৃথক পৃথকভাবে মোট ২,৯০০/- টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় তিনি অনেক পথচারী ও ব্যবসায়ীকে সতর্ক বার্তা জানিয়েছেন এবং ফ্রি মাস্ক বিতরণ করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: