শিরোনাম

South east bank ad

মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

 প্রকাশ: ২৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :

মাদারীপুরের কালকিনিতে দলীয় নিয়ম ভঙ্গের অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার দুপুরে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন অভিযোগ করেন, আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী (সংরক্ষিত নারী আসনের এমপি) রাজধানী ঢাকার একটি বাসায় বেশকিছু নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন। সেখানে উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে গত কালকিনি পৌরসভা নির্বাচনে অবস্থান নেয়। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিদ্রোহী প্রার্থী রয়েছে বলেও বক্তব্যে জানান তিনি। একদিকে দলীয় কর্মসূচী নিজ বাসায় পালন, অন্যদিকে বিতর্কিত নেতাকর্মীদের নিয়ে কেক কাটা দুটি ঘটনাই দলীয় নিয়ম ভঙ্গের সামিল। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: