পুলিশ লাইনসে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করলেন নরসিংদীর পুলিশ সুপার
নরসিংদীর পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গতকাল রবিবার ২৭ জুন ২০২১ইং তারিখ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)।
এছাড়াও তিনি জেলা পুলিশের যানবাহনসমূহ, পুলিশ হাসপাতাল, ক্লথিং স্টোর, ডি-স্টোর ও ফোর্সের ব্যারাক পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন নরসিংদী শিক্ষানবিস সহকারি পুলিশ সুপার মো. মেহেদী হাসান।