শিরোনাম

South east bank ad

সাতক্ষীরায় একজন চিকিৎসকসহ আরো ২৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৮

 প্রকাশ: ২৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এমএ জামান ((সাতক্ষীরা)
সাতক্ষীরায় আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন রাজনীতিক ও একজন শিক্ষক রয়েছেন। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২ জনের। শনাক্তের হার ২৮ দশমিক ২৬ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরী ফ্যাকাল্টির অধিনে ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। নমুনা পরীক্ষা ও শনাক্তদের মধ্যে ৯৩ টি নড়াইল জেলা থেকে প্রাপ্ত। যারমধ্যে পজিটিভ শনাক্ত হয়েছে ১৮ জন। এদিকে সাতক্ষীরায় শনাক্তদের মধ্যে জেলা জাতীয় পাটির একজন শীর্ষ নেতা, একজন প্রধান শিক্ষক ও একজন চিকিৎসক রয়েছেন।

জেলায় বর্তমানে ৮৬২ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধিন আছেন। এরমধ্যে ২৭জন পজেটিভ রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৭জন পজেটিভ রোগী বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধিন আছেন। বাকীরা আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার কিছুটা কমলেও মৃত্যুর হার কিছুতেই কমছেনা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরও ৮ জন মারা গেছেন। এনিয়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৩২১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন ৬৬ জন।

সামেক হাসপাতাল সূত্রে জানা যায়, উপসর্গে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- দেবহাটার সেকেন্দ্রা এলাকার ফরিদা খাতুন (৫৫), পাটকেলঘাটার নমিতা রাণী (৫০), সদরের লাবসার সফুরা খাতুন (৬০), শাখরা কোমরপুরের কামরুন্নাহার (৩৪), কালিগঞ্জের শরিফা খাতুন (২৭), বুধহাটার আব্দুল কাদের (৬০), কুকরালীর আবুল কাসেম (৬৫) ও বাগানবাড়ি এলাকার ইউসুফ আলী (৭০)।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: