শিরোনাম

South east bank ad

আইব্রোকার প্রডাক্টের জন্য অ্যাওয়ার্ড পেল লংকাবাংলা ইনফরমেশন সিস্টেম

 প্রকাশ: ২৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আইব্রোকার প্রডাক্টের জন্য বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২০-এ চ্যাম্পিয়ন হয়েছে লংকাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড।
ব্যাংক, বীমা ও আর্থিক ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
আরটিভি স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি লংকাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেডের হাতে এ পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আইব্রোকার মূলত একটি পোর্টফলিও ম্যানেজমেন্ট প্লাটফর্ম। এর মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের সব ব্রোকারেজ কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন।
আইব্রোকারের মাধ্যমে গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, ফান্ড ডিপোজিট ও উইথড্র, হিসাব বিবরণ, পোর্টফলিও স্টেটমেন্ট ও নোটিফিকেশন ইত্যাদি সুবিধা উপভোগ করতে পারবেন।
গ্রাহকবান্ধব এই টুলের মাধ্যমে যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকরা এতে প্রবেশ করে নিজেদের অ্যাকাউন্ট ব্যবস্থাপনা করতে পারবেন।
এর আগে ২০১৯ সালে একই ক্যাটাগরিতে লংকাবাংলা ফাইন্যান্সিয়াল পোর্টালের জন্য প্রথম স্থান অধিকার করে লংকাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: