মো. মোসাদ্দেক-উল-আলম আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন এমডি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে এমডি হিসেবে গতকাল রোববার যোগদান করেন মো. মোসাদ্দেক-উল-আলম।
২৩ জুন ২০২১ইং বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক শাখার প্রকাশিত প্রজ্ঞাপন অনুসারে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়।
এর আগে মোসাদ্দেক-উল-আলম ২০১৯ সালের ১৪ নভেম্বর পদোন্নতি পেয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি পদে নিয়োগ পান।
পদোন্নতির আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
পাশাপাশি তিনি আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং ওয়াটা কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি, অ্যারোমা চা লিমিটেড, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।