শিরোনাম

South east bank ad

মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় (এমওএফএল)-এর সাথে সিনেসিস আইটি ও একেআর টেকনোলজি’র যৌথ সমঝোতা চুক্তি

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

“ডিজিটাল বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সেবা প্রাপ্তিকে আরো সহজ করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বাড়ার পাশাপাশি সকলেই দায়িত্বশীলতার সাথে তথ্য সুরক্ষার বিষয়ে অনেক বেশি সতর্ক হওয়ার জন্য মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের (এমওএফএল) সাথে সিনেসিস আইটি ও একেআর টেকনোলজির যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (এমওএফএল) প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে (মৎস্য পরিকল্পনা-২)-এর উপ-সচিব পুলকেশ মন্ডল এবং সিনেসিস আইটি’র পক্ষ থেকে ব্যাবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী ও একেআর টেকনোলজির পক্ষ থেকে সিইও মোঃ আইয়ুব হোসাইন উজ্জল এতে স্বাক্ষর করেন।

ডিজিটালাইজড সেবাগুলোকে ত্বরান্বিত করতে “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (এমওএফএল) জন্য ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম” শীর্ষক চুক্তির অধীনে সিনেসিস আইটি ও একেআর টেকনোলজির সহযোগিতায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সেবা প্রাপ্তিকে আরো সহজ করার লক্ষ্যে প্রযুক্তিগতভাবে সহায়তা প্রদান করবে। এছাড়াও তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বাড়ার পাশাপাশি সকলেই দায়িত্বশীলতার সাথে তথ্য সুরক্ষার বিষয়েও কাজ করবে। সিনেসিস আইটি ও একেআর টেকনোলজি যৌথ উদ্যোগে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইসেন্স, রেজিস্ট্রেশন, এনওসি, সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম, প্রফেসনাল এডুকেশন মনিটরিং এন্ড সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম, এ্যানিমেল এন্ড ফিস হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, ই-কর্মাস প্ল্যাটফর্ম সহ ৩৬ টি সেবা পরিচালনা করার জন্য এই চুক্তি স্বাক্ষর হয়েছে। একই সাথে একটি কেন্দ্রীভূত সিস্টেম হিসাবে এই কাঠামোটি প্রক্রিয়া সময় এবং ব্যয় হ্রাস করবে।

সিনেসিস আইটির ব্যাবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী বলেন, “এই প্রকল্পটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও লোকবল দিয়ে সম্পন্ন করা হবে যার মাধ্যমে সেবাপ্রাপ্তি আরও সহজতর হবে। একই সাথে এটি মানুষের সময় বাচাবে ও খরচ কমিয়ে আনার মাধ্যমে সামগ্রিক জীবন-মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় (এমওএফএল)-এর অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ তৌফিকুল আরিফ, একেআর টেকনোলজি-এর বিজনেস ডিরেক্টর মো. গোলাম রাব্বানী, সিনেসিস আইটি লিমিটেডের ডিজিএম মো. জিয়াউর রহমান সহ প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: