কুষ্টিয়া জেলা পুলিশ লকডাউন বাস্তবায়নে কঠোর ভুমিকায়
"মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়াতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় ২০ জুন ২০২১ইং তারিখ রোববার থেকে আজ ২৭ জুন ২০২১ইং তারিখ রোববার পর্যন্ত সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র, জেলার অভ্যন্তরে আন্তঃজেলা ও দুরপাল্লার সব ধরণের গণপরিবহণ চলাচলের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ষষ্ঠ দিনের মতো লকডাউন বাস্তবায়নে কঠোর ভুমিকা পালন করছে কুষ্টিয়া জেলা পুলিশ।
এ বিধি নিষেধ কুষ্টিয়া পৌর এলাকাসহ সব জেলার ক্ষেত্রে প্রযোজ্য। বর্ণিত বিধি নিষেধ শতভাগ বাস্তবায়নে কুষ্টিয়া জেলা পুলিশ বহুমুখী পদক্ষেপের মধ্যে অন্য জেলা থেকে কুষ্টিয়া জেলার প্রবেশদ্বারসহ কুষ্টিয়া পৌর সভার আওতাধীন এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল বন্ধে বারখাদা ত্রিমোহনী মোড়, বটতৈল মোড়, লাহিনী বটতৈল মোড়, মোল্লাতেঘরিয়া মোড়, মিলপাড়া রেলক্রসিং, হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর উত্তর প্রান্ত, জগতি রেল বাজারসহ বিভিন্ন প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে।
এছাড়াও শহরের ত্রিমোহনী, মঙ্গলবাড়ীয়া বাজার, মজমপুর রেলগেট, বঙ্গবন্ধু চত্বর, থানা মোড়, চৌড়হাস মোড়, ছয় রাস্তার মোড়, হরিপুর ব্রীজের উত্তর পাশ, কাস্টম মোড়সহ বিভিন্ন জায়গায় কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।
সরকারের আরোপিত বিধি নিষেধ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে চেক পোস্টগুলোতে সরেজমিনে উপস্থিত হয়ে তদারকি করছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম।
এসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রতি তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন। এসময় পুলিশ সুপার জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘আগে জীবন, পরে জীবিকা’ জীবন বাঁচলে জীবিকা আসবে।
তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন সময়ে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকারের ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা -এর আওতা বহির্ভূত থাকবে।
সবাই নিজ নিজ অবস্থানে থেকে এই অদৃশ্য শক্তির মোকাবিলা করতে হবে। চলমান পরিস্থিতিতে কেহ বিধি-নিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার। লকডাউন তদারকির সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মো. ফরহাদ হোসেন খান অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর),মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কুষ্টিয়াসহ অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, টিআই-০১, সদর ট্রাফিক, কুষ্টিয়া, জেলা গোয়েন্দা শাখার অফিসার ও জেলা পুলিশের সব অফিসার ও ফোর্স।