শিরোনাম

South east bank ad

জামালপুরে এক মহিলার পেনশনের টাকা নিয়ে প্রতারক বিশাল পলাতক , থানায় মামলা

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম (জামালপুর):

জামালপুরে প্রতারনার মাধ্যমে প্রায় দুইকোটি টাকা নিয়ে পলাতক ফজলে রাফি আকন্দ বিশালকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীদের পরিবার।

রবিবার দুপুরে শহরের স্থানীয় একটি পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতারনার শিকার আরিফুল ইসলাম বাবু। লিখিত বক্তব্যে বলেন, পুরাতন গাড়ী ক্রয়-বিক্রয় এবং ঠিকাদারি ব্যবসায় পাটর্নারশিপের নামে চেক ও দলিলে লিখিত দিয়ে জামালপুরের ১১ জনের কাছ থেকে বিভিন্ন অংঙ্কে মোট এক কোটি সাতাশি লাখ পয়তাল্লিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ফজলে রাফি আকন্দ বিশাল। এরপর থেকে তার পরিবারের সাথে বার বার যোগাযোগ করা হলেও তাদের আচরণও রহস্যজনক হওয়ায় আইনের আশ্রয় নিতে বিশাল ও তার ছোট ভাইয়ের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। কিন্তু মামলা দায়েরের শুরু থেকেই তাদের পরিবারের প্রভাবশালী একটি পক্ষ ধামাচাপা দেয়ার চেষ্টা করছে এবং এখনো বিশালকে গ্রেফতার করা সম্ভব হয়নি। টাকা উদ্ধার করতে বিশালকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না গেলে ভুক্তভোগীরা নি:শ্ব হয়ে যাবেন বলে দাবি করেন। এ সময় ভুক্তভোগী অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: