এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে ক্রমেই পরিস্থিতির উন্নতি হচ্ছে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে। তবে ক্রমেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি যখন চাকরি শুরু করি, তখন যে অবস্থায় ছিল, এর চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। হয়তো সাগর পরিবর্তন করতে পারিনি। কিন্তু পুকুর পরিবর্তন করতে পেরেছি। ’
শনিবার (২৬ জুন) ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত বাজেট আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আইবিএফবি সভাপতি হুমায়ূন রশীদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক তৌফিকুল ইসলাম খান।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশের পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ, এনবিআরের প্রাক্তন চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর রিসার্চ ডিরেক্টর ড. মোহাম্মদ মাহফুজ কবির প্রমুখ।
এ সময় আইবিএফবি সভাপতি হুমায়ূন রশীদ বলেন, ‘বাজেটে থোক বরাদ্দ হিসেবে ৭ হাজার কোটি টাকা দেয়া হয়েছে। এখন আবার লকডাউন দেয়া হচ্ছে। এই সময়ে যেন এই টাকা গরিব মানুষের জন্য খরচ করা হয়।’