চট্টগ্রামে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যবসা-বাণিজ্যের অন্যতম সংগঠন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা (ইজিএম/এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম নগরীর একটি হোটেলে গতকাল ২৬ জুন ২০২১ইং তারিখ এ সাধারণ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ। সেক্রেটারি মোহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন খানসহ বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচিত পরিচালক এবং সংগঠনের সব স্তরের সদস্যরা।