শিরোনাম

South east bank ad

কৃষি ও এসএমই উদ্যোক্তাদের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উঠান বৈঠক

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাভারের বিরুলিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে শাহজালাল ইসলামী ব্যাংক সরকারের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম, টেকসই অর্থায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

গতকাল শনিবার ২৬ জুন ২০২১ইং তারিখ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি ও এসএমই খাতে নতুন উদ্যোক্তা ও স্ব-কর্মসংস্থানে উৎসাহিত করে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আব্দুল করিম এনডিসি, রিসডা-বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. হেমায়েত হোসেন এবং বিশিষ্ট কৃষি গবেষক ও বিজ্ঞানী কাজী গোলাম আলী সুমন।
অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম, প্রধান নারী উন্নয়ন কর্মকর্তা ফারজানা আফরোজ, মিরপুর শাখার ব্যবস্থাপক-সহ ব্যাংকের নির্বাহী প্রমুখ।
এ বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল গ্রাহকদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে তাদের ব্যবসায়িক উদ্যোগ, আর্থিক প্রয়োজনীয়তা বিষয়ে অবগত হওয়া ও মত বিনিময় করা। বিনিয়োগের নতুন-নতুন উদ্ভাবনী ক্ষেত্র তৈরি করে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের দোরগোঁড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
২০০৯ সাল থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড নিজস্ব নেটওয়ার্ক এবং এনজিও লিংকেজের মাধ্যমে কৃষি ও পল্লী বিনিয়োগের লক্ষ্যমাত্রা সফলতার সঙ্গে অর্জন করছে। বিগত অর্থ বছরগুলোতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকে ‘লেটার অব এ্যাপ্রিসিয়েশন’ অর্জন করেছে এবং কৃষি বিনিয়োগের প্রতিটি সেক্টরে শতভাগ সফলতা অর্জন করেছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রান্তিক পর্যায়ে ভূমিহীন কৃষকদেরকে ব্যাংক মুখী করতে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা, সর্বোচ্চ ১০ কর্ম দিবসের মধ্যে বিনিয়োগ আবেদন নিস্পত্তিকরণ করে থাকে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক তার প্রতিটি শাখায় একজন কৃষি বিনিয়োগ কর্মকর্তা মনোনীত করেছে। পুরুষদের পাশাপাশি নারীদেরকে কৃষিকাজে সম্পৃক্ত করার লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক নিজস্ব নেটওয়ার্ক এবং এনজিও লিংকেজের মাধ্যমে বিনিয়োগ সুবিধা দিয়ে আসছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বিগত অর্থ বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জনের তুলনামূলক চিত্র নিচে তুলে ধরা হল- (কোটি টাকায়)
অর্থবছর অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্থ বছরের অর্জন শতকরা হার (%)
২০১৭-১৮ ২৩১.০০ ২৯৭.৫৪ ১২৮.৭০%
২০১৮-১৯ ৩০৩.০০ ৩২১.৫২ ১০৬.১১%
২০১৯-২০ ৩৩৩.০০ ৩৪১.৪৬ ১০২.৫৪%
চলতি অর্থবছর (২০২০-২০২১) মে পর্যন্ত ৩৪৩.০০ ৩৫৭.৮৮ ১০৪.৩৪%
বর্তমানে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট আর্থিক সঙ্কট মোকাবিলায় সরকারের তথা বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সর্বাত্বক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক ইতিমধ্যে এ ধরনের জাতীয় সংকট কালে কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের লক্ষ্যে হর্টিকালাচার, মৎস্য চাষ, পোলট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ খাতে প্রণোদনা সুবিদার আওতায় কৃষকের অনুকূলে ৫,০০০ (পাঁচ হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীমে (শাহ্জালাল ইসলামী ব্যাংকের লক্ষ্যমাত্রা ৬০.০০ কোটি টাকা) এবং খাদ্যের উৎপাদন ও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে আমদানি বিকল্প ফসলসমূহের পাশাপাশি ধান, গমসহ সব দানা শস্য, অর্থকরী ফসল, শাক-সবজি ও কন্দাল ফসল চাষের জন্য কৃষকপর্যায়ে প্রণোদনা হিসেবে ৪% বিশেষ রেয়াতি মুনাফা হারে কৃষি বিনিয়োগ বিতরণ করার জন্য সব শাখাকে বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং তা নির্দিষ্ট সময়ের আগেই শতভাগ অর্জন করে।
শাহজালাল ইসলামী ব্যাংক থেকে একজন কৃষক খুব সহজেই কৃষি বিনিয়োগ সুবিধা নিতে পারে।
তাছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংক নারী উদ্যোক্তাদের মধ্যে কৃষি বিনিয়োগ বিতরণে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে।
এছাড়াও শাখা পর্যায়ে কৃষকের বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরেও শাহ্জালাল ইসলামী ব্যাংক তার লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশের জিডিপিতে এসএমই খাতের অবদান ২৫-৩০%। সিএমএসএমই (CMSME) কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা লক্ষ্যার্থে CMSME ও নারী উদ্দ্যোক্তাদের অগ্রযাত্রায় প্রেরনা দিতে ব্যাংক বদ্ধ পরিকর।
এ প্রচেষ্টাকে সামনে রেখে শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০০৮ সাল থেকে এসএমই বিনিয়োগ যাত্রা শুরু করে। এ কার্যক্রমের গতিশীলতার ধারাবাহিকতা দেওয়ার লক্ষ্যে পৃথক এসএমই বিনিয়োগ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে এসএমই পলিসি গাইড লাইন প্রনয়ন, সব শাখার মাধ্যমে এসএমই বিনিয়োগ ও সেবা দেওয়া। ব্যাংক ১৩২টি শাখার মাধ্যমে এসএমই বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী উদ্যোক্তা পর্যায়ে ক্লাস্টার অর্থায়নের আওতায় সম্ভাবনাময় অঞ্চলে সুনির্দিষ্ট খাত বা ক্লাস্টার ভিত্তিক এসএমই অর্থায়ন কর্মসূচি চালু রয়েছে। ক্লাস্টার খাতে এসএমই নীতিমালার আওতায় নারায়ণগঞ্জের জামদানি শিল্প, বগুড়ায় হালকা ইঞ্জিনিয়ারিং এবং কক্সবাজার ও দেশের দক্ষিণাঞ্চলে মৎস্য প্রক্রিয়া করণ অঞ্চলভিত্তিক ক্লাস্টার অর্থায়ন করছে।
দেশের আপামর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা শ্রেণির মধ্যে সচেতনা সৃষ্টি করতে শাহ্জালাল ইসলামী ব্যাংক CMSME খাত উন্ময়নের লক্ষ্য অর্জনে সচেষ্ট। CMSME উদ্যোক্তাদের আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে ব্যাংক আরও সহজশর্তে ও যুগোপযোগী বিনিয়োগ সুবিধা দিতে কাজ করে যাচ্ছে।
এসএমই বিনিয়োগ দেওয়ার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্ধ, অঞ্চল ও ক্লাষ্টার ভিত্তিক বিনিয়োগ বিতরন, এসএমই Help Desk, Women Entrepreneur Dedicated Desk স্থাপন করা হয়েছে।
২০২০ সালে এসএমই খাতে মোট বিনিয়োগ ৭,২৫৭.৩১ কোটি যা ব্যাংকের সর্বমোট বিনিয়োগের ৩৯.৩৯%, -এর মধ্যে নারী উদ্যোক্তাদের দেওয়া হয়েছে ২৭৭.০০ কোটি যা মোট সিএমএসএমই বিনিয়োগের প্রায় ৪.০০%।
করোনার প্রাদুর্ভাবের কারণে CMSME খাতের ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের সক্ষমতা অক্ষুন্ন রাখা এবং শিল্পকারখানায় নিয়োজিত জনবলকে কাজে বহাল রাখার প্রয়োজনে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প মুনাফায় চলতি মূলধন বিনিয়োগ সুবিধা প্রবর্তনের জন্য বর্তমান সরকার ২০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।
পরবর্তীতে ব্যাংকগুলোর বর্তমান লিকুইডিটি পরিস্থিতি বিবেচনায় ১০ হাজার কোটি টাকার Refinance Package ঘোষণা করা হয়েছে।
প্রণোদনার সঠিক বাস্তবায়ন নিশ্চিৎকল্পে শাহ্জালাল ইসলামী ব্যাংক ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ৬০০ কোটি টাকার লক্ষ্য মাত্রার বিপরীতে ৩১/০৫/২০২১ পর্যন্ত সর্বমোট ১১৪০ জন গ্রাহকের কাছে মোট ৬০০.০০ কোটি টাকা ইতিমধ্যেই বিতরণ করেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: