জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হকের শ্রদ্ধা
পুঁজিবাজারের তালিকাভুক্ত রূপালী ব্যাংকে নতুন যোগদান করা চেয়ারম্যান কাজী ছানাউল হক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। গত বৃহস্পতিবার ২৪ জুন ধানমন্ডি ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, মহাব্যবস্থাপক মো. শওকত আলী খান, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।