শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘন্টায় ১২০জন করোনায় আক্রান্ত, মৃত-৫

 প্রকাশ: ২৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২০জন।শনিবার(২৬জুন) রাতে জেলা সিভিল সার্জন মাহফুজার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।ঠাকুরগাঁও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ(পিসিআর টেস্ট) দিনাজপুর ;সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) ; সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল সমূহ (এন্টিজেন টেস্ট), ঠাকুরগাঁও হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১২০ জন নতুন করোনা রোগী পাওয়া গেছে।এরমধ্যে সদর উপজেলায়-৫৬ জন ; রানীশংকৈলে-১৭ জন; বালিয়াডাঙ্গীতে-২৪ জন ; পীরগঞ্জে-০৯জন এবং হরিপুর-১৪ জন।মোট ২৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫জন।

এরমধ্যে সদর উপজেলায় -০১ জন (৮০বছর বয়সী পুরুষ ) রানীশংকৈলে-০২ জন, ৬৬ বছরের একজন পুরুষ এবং অপরজন ৭০ বছর বয়সী পুরুষ। পীরগঞ্জে-০১ জন (৪৮ বছর বয়সী পুরুষ) বালিয়াডাঙ্গীতে-০১ জন (৩৫ বছর বয়সী পুরুষ) পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৯৬৯ জন, যাদের মধ্যে ১৭২২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৭২ জন।

এদিকে ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করে।

সিভিল সার্জন মাহফুজার রহমান বলেন,আমরা একটা ভয়াবহ সময় পার করছি।তাই সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: