মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতিকে ক্ষমা চাইতে মুক্তিযোদ্ধাদের উকিল নোটিশ
এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :
সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয়ায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লাকে ক্ষমা চাওয়ার জন্য উকিল নোটিশ দেয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন মিয়ার পক্ষে এই উকিল নোটিশ দেন আইনজীবি গোলাম কিবরিয়া। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সম্মলিত মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান হাওলাদার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি রাজৈরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার। এ সময় আছমত আলী খানের মুক্তিযুদ্ধে ভুমিকা ও স্বাধীনতা পদক পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। অথচ, মুক্তিযোদ্ধাদের পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই পদক পাওয়ার প্রশ্ন তোলা বেমানান। যা মুক্তিযোদ্ধাদের মানহানীর সামিল। এজন্য উকিল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা।
এ সময় মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সাওখায়াত হোসেন সেলিম, মাদারীপুর জেলা আইনজীবী সমিতি সাবেক সাধারন সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।