ঝালকাঠিতে মাদকবিরোধী গণসচেতনামূলক পথসভা অনুষ্ঠিত
মোঃ রাজু খান (ঝালকাঠি):
‘‘মুজিব বর্ষের অঙ্গিকার, মাদক করবো পরিহার’’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধীয় আন্তজার্তিক দিবস ২০২১ উপলক্ষে মাদকবিরোধী পথসভা ও জনসাধারণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। শরিবার শহরের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতনতা মূলক এ পথসভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শ মোঃ আবদুর রব এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উস্থিত ছিলেণ হিসাব রক্ষক মোঃ সাব্বির গাজি, সিপাহি মোঃ আঃ গফুর, মোঃ অংকন আলী। এ পথসভার আয়োজন করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে।