শিরোনাম

South east bank ad

পার্কিং করা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত-২

 প্রকাশ: ২৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইন:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবাহীর ট্রাকে পেছনে পিকআপভ্যানের ধাক্কায় ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলায় ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫৫) শেরপুর সদর উপজেলার পটিয়ামার এলাকার আজিম উদ্দিনের ছেলে ও আজিজুর (৪৮) একই উপজেলার জঙ্গলদি এলাকার দুদু শেখের ছেলে।

হাইওয়ে ভরাডুবা থানার ওসি মশিউর রহমান জানান, ভালুকা উপজেলার ভরাডোবা নিশিন্দা এলাকায় একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। শেরপুর থেকে ছেড়ে আসা পিকআপটি ঢাকায় যাওয়ার পথে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা কাঁচামাল ব্যবসায়ীসহ দুজন নিহত হন। এ সময় আহত হন পিকআপচালকও।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আহত পিকআপচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: