শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত,বাবা-মা আহত

 প্রকাশ: ২৫ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড় ) :
পরিবারের সবাইকে নিয়ে কবিরাজের কাছে যাওয়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হওয়া।কারন গতকাল বৃহস্পতিবার বাড়িতেই পিছলে পড়ে মেয়ে আফরোজা আক্তারের (১১) ডান হাত ভেঙে গিয়েছিল। আজ শুক্রবার দুপুরে মেয়ের ভাঙা হাতের চিকিৎসা করাতে ইজিবাইকে স্থানীয় এক কবিরাজের বাড়ি যাচ্ছিলেন আইনুল ইসলাম (৪৮) ও শিল্পী আক্তার (৩৬) দম্পতি। বাড়িতে কেউ থাকবে না বলে সঙ্গে নিয়েছিলেন দুই বছরের ছেলে আবদুর রবকেও। পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে পরিবারটি। ট্রাকের ধাক্কায় মেয়ের বাম হাতটিও ভেঙে গেছে। নিহত হয়েছে দুই বছরের ছেলেটি। গুরুতর আহত হয়েছেন বাবা আইনুল ইসলাম। সেই সঙ্গে মা শিল্পী আক্তার এবং ইজিবাইকের চালকও সামান্য আহত হয়েছেন।
আজ দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ভীমপুকুর এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আইনুল ইসলাম পাথরশ্রমিকের কাজ করেন। তাঁর বাড়ি তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট এলাকা।

পুলিশ, চিকিৎসক ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, আইনুল ইসলামের পরিবার ইজিবাইকে তেঁতুলিয়ার তিরনই হাট থেকে বোদা উপজেলা শহরের দুলাল হোসেন কবিরাজের বাড়িতে যাচ্ছিল। পথে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ভীমপুকুর এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা আইনুল ইসলাম, তাঁর স্ত্রী শিল্পী আক্তার, মেয়ে আফরোজা আক্তার, ছেলে আবদুর রব ও ইজিবাইকচালক মো. মুন্না (১৮) ছিটকে মহাসড়কের পাশে পড়েন। ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার সময় শিশু আবদুর রব মারা যায়। পরে আইনুল ইসলাম ও তাঁর মেয়ে আফরোজা আক্তারের অবস্থার অবনতি হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আর তুলনামূলকভাবে কম আহত শিল্পী আক্তার ও ইজিবাইকচালক মুন্নাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে একসঙ্গে জরুরি বিভাগে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুই বছর বয়সী শিশু আবদুর রবের অবস্থা খুবই খারাপ ছিল। পরে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়। এ ছাড়া আফরোজা নামের যে মেয়েটির ডান হাত ভাঙা ছিল, দুর্ঘটনায় তার বাম হাতটিও ভেঙে গেছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রীদের হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: