বাগেরহাটে প্রকল্প অবহিতকরণ সভা
নইন আবু নাঈম (বাগেরহাট):
বাগেরহাটে দি এশিয়া ফাউন্ডেশন এর অর্থায়নে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার বাস্তবায়নে Promoting Accountability and Transparency in Public Institutions প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের অভিযাত হোটেল ধাঁনসিড়ি অডিটরিয়ামে, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সঞ্চালনায়,বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মুছাব্বেরুল ইসলাম,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা,বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার,বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদিপ কুমার বকশি, কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা,শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাকিম বিল্লাহ,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, শহর সমাজ সেবা কর্মকর্তা এসএম নাজমুছ সাকিব, এছাড়া চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন সচিববৃন্দ, এনজিও প্রতিনিধি,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিগণ, নতুন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাঁধনের নতুন প্রকল্প সঠিকভাবে চলতে পারে এজন্য সভায় সকলে বাঁধনের পাশে থেকে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।