শিরোনাম

South east bank ad

১৩৭ গ্রামে একযোগে আনসার ভিডিপি’র বৃক্ষরোপন

 প্রকাশ: ২২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রত্না ইসলাম। এ সময় ভিডিপি’র প্রশিক্ষক, কমান্ডার ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অফিস সূত্রে জানা যায়, প্রতিটি গ্রামে ২টি করে গাছ লাগাতে হবে। সেই হিসাবে উপজেলায় ১৩৭টি গ্রামে ২৭৪টি গাছ একযোগে লাগানো হয়েছে। এর মধ্যে ফলজ, বনজ ও ভেষজ গাছ রয়েছে। এ সব গাছ সরকারী জমি যেমন সরকারী স্থাপনা, স্কুল, মসজিদ, মাদ্রাসার জায়গায় রোপন করা হয়েছে। কোনভাবেই ব্যক্তিগত জায়গায় রোপন করা গ্রহণযোগ্য নয়। রোপনকৃত গাছের চারা রক্ষনা-বেক্ষনের দায়িত্ব সংশ্লিষ্ট ভিডিপি সদস্যদের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: