আড়াইহাজারের ১৭ পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর ও জমি
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
দেশের ভূমিহীন ও ঘর ছাড়া মানুষকে প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও বসত ঘর উপহার দেওয় হয়। এতে দেশের বিভিন্ন এলাকার ভুমিহীন মানুষজন এই সুবিধা ভোগ করছেন। আড়াইহাজার উপজেলায়ও ১৭ পরিবারের মাঝে, প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি প্রদান করেন নারায়ণগঞ্জ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আড়াইহাজারের বিভিন্ন গ্রামের ১৭ জন ভূমিহীন মানুষের হাতে ২ শতক জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন তিনি।
এব্যবস্থার মধ্যে থাকছে স্বাস্থ সম্মত বাড়ি, সুন্দর টয়লেট ও বারান্দা সহ ভালো পরিবেশের ২ শতক জমি জমি।
রোববার(২০জুন) সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আড়াইহাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গৃহহীন ও ভূমিহীন পরিবারদের মধ্যে এসব বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আড়াইহাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ভূমিহীন ও গৃহহীন ১৭ পরিবারের হাতে দলিল ও ঘরের চারি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সাংসদ আলহাজ নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকবো, বাংলোদেশ ভালো থাকবে। ঘর ও ভূমিহীন থাকবে না কেউ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, মেয়র আলহাজ্ব সুন্দর আলী, এম এ হালিম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝর্না রহমান, সহকারি কমিশনার (ভূমি) উজ্জলসহ আরো অনেকে।