শিরোনাম

South east bank ad

ঝিনাইদহ জেলায় পরিস্থিতি অবনতি ঘটছে : লকডাউন কার্যকরে তৎপর পুলিশ

 প্রকাশ: ২২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় প্রতিদিনই করোনা পরিস্থিতি অবনতি ঘটছে। জেলা সদর হাসপাতালে আইসিইউ না থাকায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। সদর হাসপাতালের করোনা ইউনিটে ৫০টি বেড ছিল। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বেড সংখ্যা ১০০-তে উন্নিত করা হয়েছে। এ হাসপাতালের করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম থাকলেও রোগীর সংখ্যা বেশি থাকায় তা আর সম্ভব হচ্ছে না। গত রোববার ২০ জুন ২০২১ তারিখ ৯১ জন আক্রান্ত ও ৪ জন মৃত্যুবরণ করেছে এ জেলায়।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গতকাল সোমবার ২১ জুন ২০২১ইং তারিখও ২৪ ঘণ্টায় ২০৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৭ শতাংশের উপরে। এছাড়া এ সময়ে মারা গেছে ৩ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯১ জন। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জন।
ঝিনাইদহ করোনা সেলের প্রধান ডা. জাকির হোসেন জানান, ঝিনাইদহ করোনা সেলে বর্তমানে ৫০ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা সংকটাপন্ন। করোনা সংক্রমণ প্রতিরোধে সদর পৌরসভাসহ ৬টি পৌর এলাকায় চলাচলে বিধি-নিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন। সকাল থেকে পৌরসভা এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। স্বাস্থ্যবিধি মানতে অভিযান ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে করোনা সংক্রমণ রোধে গত শনিবার ১৯ জুন ২০২১ইং তারিখ থেকে ১ সপ্তাহব্যাপী সরকার ঘোষিত লকডাউন চলছে। এই সময়ে আপনারা অপ্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না। জরুরি প্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।লকডাউন কার্যকরে জেলা পুলিশ ঝিনাইদহ কাজ করে যাচ্ছে। আপনারা পুলিশকে সহযোগিতা করুন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: