শিরোনাম

South east bank ad

চাকা খুলে মেরামতের করার সময় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাসেল আহমেদ (ময়মনসিংহ):

ময়মনসিংহের ভালুকা দাড়িয়ে থাকা বিকল ট্রাকে পিছন থেকে কাভার্ডভ্যানে ধাক্কা দিলে চালক ও তার সহকারীসহ তিনজন নিহত হয়।

নিহতরা হলেন- ট্রাকচালক জেলার ফুলপুর উপজেলার আমুরাকান্দা গ্রামের কাউসার গাজীর ছেলে শাহ-আলম গাজী (৫৭), চালকের সহকারী ঝালকাঠি জেলার সদর উপজেলার কেয়ামতনগর গ্রামের আব্দুল মালেক মাঝির ছেলে রবি উল মাঝি (২৫) ও ঢাকার গেন্ডারিয়া বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে রাব্বী মিয়া (২৪)।

সোমবার (২১ জুন) ভোররাতে রাত ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহর মহাসড়কের উপজেলার লবণকোঠা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার এসআই জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে গোখাদ্যবোঝাই ময়মনসিংহগামী একটি ট্রাকের পেছনের চাকা পানচার হয়ে যায়।

এতে মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করে রেখে চালক ও সহকারী চাকা খুলে মেরামতের কাজ করছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার জন্য আবেদন করেছে। অনুমতি পেলে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: