শিরোনাম

South east bank ad

ঝালকাঠি পৌরসভা এবং ৩১টি ইউনিয়নে চলছে ভোট গ্রহন

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠিতে দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে, শান্তিপূর্ণ পরিবেশে একটি পৌরসভা এবং জেলার ৩১টি ইউনিয়নের ৩১৩ টি কেন্দ্রে সকাল আট টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহন চলবে বিকেল চারটা পর্যন্ত। পৌরসভা ও ৫টি ইউনিয়নে প্রথম বারের মত ইভিএম এ ভোট নেয়া হচ্ছে। বাকীগুলোতে সনাতন পদ্ধতিতে ব্যলটের মাধ্যমে ভোট গ্রহন করা হচ্ছে। সকালে হালকা ধরনের বৃষ্টি থকায় দু’একটি কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি অনেকটা কম ছিল। পৌর সভায় মেয়র পদে ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন এবং কাউন্সিলর পদে ৩১ জন প্রতিদ্বন্ধীতা করছে। পৌরসভায় মোট ভোটর রয়েছে ৩৯ হাজার ৬৩৬ জন জন। এদিকে ঝালকাঠি সদরসহ চার উপজেলার ৩১টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে একজন নারিসহ ১০১ জন , সাধারণ সদস্য পদে ৯৯৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩০৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার রয়েছে ৪ লাখ লাখ ৩৪ হাজার ৪ জন ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: