শিরোনাম

South east bank ad

কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ২০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবাসহ সমীর বিশ্বাস (২২) নামে এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুন) গভীর রাতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাংঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার দিঘলিয়া গ্রামের দত্তবাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে। আটক সমীর বিশ্বাসের বাড়ী কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে। সে মৃত সুরেশ বিশ্বাসের পুত্র।

কোটালীপাড়ার একজন স্বীকৃত মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামি সদয় বিশ্বাসের হয়ে তিনি কাজ করতেন বলে থানা সূত্রে জানা গেছে।

দিঘলিয়া গ্রামের অপূর্ব বাইন জানান , একটি চক্র দীর্ঘদিন ধরে কোটালীপাড়ায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সমীর বিশ্বাস আটক হওয় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

ভাংঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামিনুল হক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমার নেতৃত্বে এসআই মুরাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দিঘলীয়া থেকে তাকে গ্রেফতার করি। এ সময় সমীর বিশ্বাসের কাছ থেকে ১৭ পিচ ইয়াবা পাওয়া যায়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: