মুক্তাগাছায় গৃহহীনদের ঘর পরিদর্শনে এডিএম
এইচ. এম জোবায়ের হোসাইনঃ
মুজিবশতবর্ষ উপলক্ষে শেখ হাসিনার সরকার ‘ঘর নাই বাড়ি নাই’ এমন পরিবারগুলোকে মাথা গুঁজার ঠাঁই করে দিতে মুক্তাগাছায় দ্বিতীয় পর্যায়ে গৃহহীনদের জমিসহ গৃহ নির্মাণ প্রকল্পের কাজের গুণগত মান যাচাই ও পর্যায়ে ঘর প্রাপ্তদের খোজ খবর নিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক। এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ মুক্তাগাছায় দ্বিতীয় পর্যায়ে ৪৫টি ঘর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে গৃহহীনদের ঘর ও জমি হস্তান্তর করা হবে।
আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে গৃহহীনদের জন্য তৈরি নতুন এসব ঘর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘরগুলো বুঝিয়ে দেবেন ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭জুন) উপজেলার কুমারগাতা ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের (২য় পর্যায়) নির্মিত ৪৫টি ঘর পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। এ সময় তার সাথে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘরের গুণগত মান ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দিক-নির্দেশনা দেন একই সাথে প্রথম পর্যায়ে ঘর প্রাপ্তদের খোজ খবর নেন।
ময়মনসিংহ মুক্তাগাছায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য দ্বিতীয় পর্যায়ে গৃহনির্মাণ প্রায় শেষ পর্যায়ে।
এদিকে শুক্রবার সরকারি ছুটির দিনেও গরীব হত-দরিদ্র অসহায়দের জন্য নির্মাণাধীন ঘর গুলো পরিদর্শন ও প্রথম পর্যায়ে ঘর প্রাপ্তদের খোজ খবর নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আয়েশা হক।