ঠাকুরগাঁওয়ে একদিনে করোনা আক্রান্তের রেকর্ড ১০৯ জন!
ফরিদুল ইসলাম রঞ্জু (ঠাকুরগাঁও):
ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার ঢাকা হতে প্রাপ্ত বিগত কয়েকদিনের পুঞ্জীভূত নমুনার রিপোর্ট ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল সমূহ (এন্টিজেন টেস্ট) ঠাকুরগাঁও হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁওয়ে ১০৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ৩৩৪ টি নমুনা পরীক্ষায় এ রিপোর্ট পাওয়া যায়।তবে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। তিনি বলেন, গত কয়েকদিনের পুঞ্জীভূত ১৮৪টি নমুনা টেস্টে ঢাকার রিপোর্টে ৪৫ জন করোনা রোগি শনাক্ত হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে সংগৃহিত ১৫০টি নমুনা টেস্টে ৬৪ জন সহ মোট ১০৯ জন করোনা রোগি শনাক্ত হয়েছেন।এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ২২৬৬ জন, যাদের মধ্যে ১৬৩২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৫১ জন।জেলা স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, নতুন শনাক্ত ১০৯ জনের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় রয়েছেন ৫৬ জন, বালিয়াডাঙ্গীতে ২১ জন, পীরগঞ্জে ১৭ জন, রাণীশংকৈলে ১১ জন এবং হরিপুরে রয়েছেন ৪ জন।এদিকে জেলার করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। বিধি নিষেধ কার্যকর থাকবে আগামী ২৩ জুন পর্যন্ত।