ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু !
ফরিদুল ইসলাম রঞ্জু (ঠাকুরগাঁও):
মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিহত গোপাল (৫০) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পাল্টাপাড়া এলাকার বাসিন্দা।
এলাকাবাসি জানায়, আজ দুপুরের দিকে ঠাকুরগাঁও-রুহিয়া আঞ্চলিক সড়কের ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সামনে মোটরবাইক চালক গোপালের সাথে এক অটোচার্জারের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গোপাল।এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরবাইক চালক গোপাল।
সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়।