শিরোনাম

South east bank ad

জিল্লুর রহমানের লেখা "একটি স্বপ্ন ছিল" নাটকের স্যুটিং সম্পন্ন

 প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):

কথাসাহিত্যিক জিল্লুর রহমানের লেখা ছোটগল্প অবলম্বনে খান রোমান পরিচালিত ’’একটি স্বপ্ন ছিল’’ নাটকের সুটিং শেষ হয়েছে । এটি পহেলা জুলাই রাত ৯ টায় ZR TV তে (জেট আর টিভি) ( ইউটুব চ্যানেল) সম্প্রচার হবে। এতে অভিনয় করেছেন, মডেল আদিত্য শুভ, আনান, জেনিফা, জয়া ও মুকুল। এটি একটি জীবন ভিত্তিক নাটক। নাটকের মুল চরিত্রে উবার চালক রাতুল অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় আসে। প্রতিদিন উবার চালায় আর স্বপ্ন দেখে কিছু টাকা-পয়সা জোগাড় করে কুসুমকে বিয়ে করে ঢাকায় আনবে। এরমধ্যে দেশে শুরু হয় করোনা, ঢাকাসহ সারাদেশে করোনার কারণে লকডাউন হয়ে বন্ধ হয়ে যায় উবার।লকডাউন দীর্ঘায়িত হওয়ায় সামান্য সঞ্চিত টাকা শেষ হয়ে যায় রাতুলের। কোনো রকমে ধার-দেনা করে চলতে হয় তাকে।

এদিকে কুসুমের বিয়ের জন্য প্রায় কোনো না কোনো সময় দেখতে আসে ছেলেপক্ষ । কুসুম বার বার ফোন করে তাকে গ্রামে যেতে বলে। কিন্তু রাতুল যেতে পারে না। গ্রামে গেলে তো কমপক্ষে তার যাওয়া-আসা আর কুসুমকে বিয়ে করার মতো টাকা নিয়ে যেতে হবে।

লকডাউন শেষ হয়ে রাতুল কয়েকদিন গাড়ি চালিয়ে গ্রামে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু ততদিনে বিয়ে হয়ে যায় কুসুমের। একদিন রাতুলের উবার আইডিতে কল আসে যাত্রীর। নবদম্পতি ওই যাত্রী নিয়ে গাড়ি চালাতে চালাতে সে ফিরে ফিরে তাকায়, কুসুমও বার বার রাতুলের সঙ্গে কথা বলার চেষ্টা করে । রাতুলের মুখে মাস্ক আর কুসুম পরেছে নাক ঢাকা বোরকা। গাড়ি থেকে নেমে যাওয়ার পর রাতুল পিছন থেকে কুসুমের হাঁটুনি দেখে নিশ্চিৎ হয়, যে মেয়েটি আর কেউ নয় সে কুসুম। কুসুম আড়াল হওয়ার আগে শেষবারের মতো মুখ থেকে বোরকার পর্দা সরিয়ে রাতুলের দিকে তাকায় কিন্তু তার স্বামী তাকে টেনে নিয়ে চলে যায়।

একটি স্বপ্ন ছিল নাটক সম্পর্কে কথাসাহিত্যিক জিল্লুর রহমান জানান, আমার লেখার শ্লোগান, উপন্যাস হোক সমাজের প্রতিচ্ছবি। এটি একটি ভিন্ন ধর্মী নাটক। একটি স্বপ্ন ছিল, একজন উবার ড্রাইভার আর এক সহজ-সরল তরুনীর স্বপ্ন ভেঙে যাওয়ার কাহিনী ফুটে উঠেছে।

পরিচালক রোমান খান বলেন, নাটকটির গল্পও অসাধারণ। একটি স্বপ্ন ছিল নাটকের উবার ড্রাইভার ও তরুনীর স্বপ্ন ভেঙ্গে যাওয়ার কাহিনী ফুটে উঠেছে। এমন একটি সুন্দর গল্প নিয়ে নাটক তৈরি করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। আশা করছি নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: