যশোরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এফপিইউয়ে বিভিন্ন পদে জেলা পর্যায়ের প্রাথমিক মনোনয়ন পরীক্ষা অনুষ্ঠিত
যশোরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন Formed Police Unit (FPU), এ পাঠানোর জন্য এসআই/ এটিএসআই/ কনস্টেবল/ কুক/ পরিচ্ছন্নতাকর্মী পদমর্যাদার সদস্যদের (সাধারণ ও ট্রেড) জেলা পর্যায়ের প্রাথমিক মনোনয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার ১৬ জুন ২০২১ইং সকাল ১০টায় যশোর পুলিশ লাইন্স মাঠে আসন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন Formed Police Unit (FPU)-এ পাঠাতে এএসআই/ এটিএসআই/ কনস্টেবল/ কুক/ পরিচ্ছন্নতাকর্মী পদমর্যাদার সদস্যদের (সাধারণ ও ট্রেড) জেলা পর্যায়ের প্রাথমিক মনোনয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় আবেদন করা প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যতাসম্পন্ন চৌকস সদস্যদের বাছাইয়ের মাধ্যমে প্রার্থীদের শারীরিক যোগ্যতা, লিখিত, মৌখিক ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রাথমিক মনোনয়ন পরীক্ষায় উপস্থিত ছিলেন অপরাধ ও প্রশাসন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, যশোর ‘খ’ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মুকিত সরকার, যশোর সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুনাদির ইসলাম চৌধুরী, পুলিশ লাইন্সের আরআই আবুল কালাম আজাদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
h