লক্ষীপুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এফপিইউয়ের সাধারণ ও ট্রেড কোটায় বিভিন্ন পদে আগ্রহী পুলিশ সদস্যদের বাছাই পরীক্ষা
চট্টগ্রাম বিভাগের লক্ষীপুর জেলায় গতকাল বুধবার ১৬ জুন ২০২১ইং তারিখ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহে ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ)-এর সাধারন এবং ট্রেড কোটায় সদস্য বাছাইয়ের জন্য বিভিন্ন পদে আগ্রহী পুলিশ সদস্যদের বাছাই পরীক্ষা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত হয়।
পুলিশ সদস্যদের বাছাই পরীক্ষা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রশাসন ও অপরাধ বিভাগের জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, আরআই (পুলিশ লাইন্স) মো. নুরুল ইসলাম, ইনচার্জ (যানবাহন শাখা) ইমরানুল হক মৃধা, আরওআই জহিরুল ইসলামসহ আরও-১ আব্দুর রহমান।
h