ময়মনসিংহে করোনায় দুইজন, উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, ‘করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সে সঙ্গে নিয়মিত বাড়ছে মৃত্যুর সংখ্যাও।’
এদিকে ময়মনসিংহ সিভিল সার্জন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৪৪টি নমুনা পরীক্ষায় ময়মনসিংহের ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১০ জন, ত্রিশালে দুজন, ভালুকায় একজন, ফুলবাড়িয়ায় একজন, তারাকান্দায় একজন ও হালুয়াঘাটে একজন রয়েছেন।