হবিগঞ্জে এক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে প্রাণ আর এফ এল কোম্পানীর অভ্যন্তর থেকে মিজানুর রহমান (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মিজানুর রহমান কোম্পানীর কোমল পানীয় উৎপাদন বিভাগের সহকারি অপারেট হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৬ জুন) সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানার দারোগা মোঃ জসিম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অলিপুরস্থ প্রাণ আরএফএল কোম্পানীর উত্তর গেইট থেকে ওই শ্রমিককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
p