এম জামাল উদ্দিন আইডিএলসির নতুন এমডি ও সিইও
আইডিএলসির ইতিহাসে এই প্রথম কোনো এমডি ও সিইওর মতো একটি গুরুত্বপূর্ণ পদে কোম্পানির অভ্যন্তরীণ একজনকে দায়িত্ব দেয়া হলো, যা কোম্পানিটির মানবসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৩০১তম পরিচালনা পরিষদের সভায় এম জামাল উদ্দিনকে এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ২৭ বছরের বেশি সময় ধরে দেশের আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত। তিনি ১৯৯৪ সালে আইডিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে যোগ দেন।