বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিএফটিআই গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য বিকশিত করার লক্ষ্যে ২০০৩ সালের ১৪ জুন একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বছরের মত বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি পালিত হয়েছে। বিএফটিআইয়ের পরিচালনা পর্ষদ সরকারি ও বেসরকারি খাতের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে গঠিত। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত মো. ওবায়দুল আজম।