বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্ট পদে ঢাকা কলেজের ৯০ জন শিক্ষার্থীর নিয়োগ
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই( সাব-ইন্সপেক্টর) পদে, ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের ৯০ জন শিক্ষার্থী নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
গত ১৪ জুন( সোমবার), রাজশাহীর সারদায়, বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাব-ইন্সপেক্টদের সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের দীর্ঘ এক বছরের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। চলতি মাসের মধ্য দিয়ে, সদ্য নিয়োগপ্রাপ্ত এসআই-রা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে ও থানায় দায়িত্ব গ্রহণ করবেন।
ঢাকা কলেজ থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো: আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, " বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর( এসআই) পদে, মোট ১২৩১ জন শিক্ষার্থীর মধ্যে ঢাকা কলেজের ৯০ জন শিক্ষার্থী নিয়োগপ্রাপ্ত হয়েছে। তিনি আরো বলেন, "এই অর্জন আমাদের জন্য আনন্দের ও গর্বের। আমরা যেন এই ধারাবাহিকতা সবসময় ধরে রাখতে পারি সেই প্রত্যাশা করছি"।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তারা গত ১৪ জুন, ২০২০ সালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসাবে প্রশিক্ষণ শুরু করেন। এবারের ট্রেনিং প্রাপ্ত সদস্য সংখ্যা ছিল মোট ১২৩১জন শিক্ষার্থী। গতকাল, ১৪ জুন(সোমবার) একবছরের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে।
রাজশাহীর সারদায়, বাংলাদেশ পুলিশ একাডেমিতে, সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ বিপিএম(বার), পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মির্জা ও অতিরিক্ত আইজিগন সহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগন এবং প্রশিক্ষণার্থীদের অভিভবক ও আমন্ত্রিত অতিথিরা।