শিরোনাম

South east bank ad

ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইস ২০২১: সকল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবেদন উন্মুক্ত

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

চলতি বছর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ তাদেও প্রতিষ্ঠানের ৭০ বছর উদযাপন করছে। শিক্ষার্থী ও তরুণ পেশাদারদের শিক্ষা ও পেশাগত জীবনে উন্নতিতে সুযোগ তৈরির ব্যাপারে বদ্ধপরিকর ব্রিটিশ কাউন্সিল।

বাংলাদেশী তরুণদেরকে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে ও সহায়তাদানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এই বছর আইইএলটিএস প্রাইজের মত বিভিন্ন ধরণের বৃত্তির আয়োজন করেছে। ‘আইইএলটিএস প্রাইজ’ একটি বার্ষিক প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় বিজয়ীরা তাদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ৩ হাজার পাউন্ড পুরস্কার হিসেবে পাবেন।
আইইএলটিএস দিয়ে ভর্তি হতে হয় এমন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা বাংলাদেশে বসবাসকারী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আয়োজন করা হয়েছে ‘আইইএলটিএস প্রাইজ’। শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ইংরেজি ভাষায় পড়ানো বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তা ও সুযোগ প্রদান করা হবে ‘আইইএলটিএস প্রাইজ’ -এর মাধ্যমে।

এই বছর বাংলাদেশসহ বিশ্বের মোট দশটি দেশের আইইএলটিএস পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। প্রতিযোগিতাামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চশিক্ষার সহায়তার জন্য নগদ অর্থ পুরস্কার বিজয়ী হিসেবে প্রত্যেক দেশ থেকে সাতজন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষা গ্রহনকে সহজতর করতে আইইএলটিএস প্রাইজ শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই প্রাইজটি শিক্ষার্থীদেরকে নতুন নতুন দেশে ভ্রমন করে নতুন সংস্কৃতির সাথে পরিচিত হয়ে নিজেকে বৈশ্বিক আইইএলটিএস কমিউনিটির অংশ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করে।

বাংলাদেশ থেকে আবেদনে আগ্রহীরা ভিজিন করুন িি.িরবষঃংঢ়ৎরুব.ঃধশবরবষঃং.নৎরঃরংযপড়ঁহপরষ.ড়ৎম. । আবেদনকারীরা এখানে এই প্রাইজ সম্পর্কে আরো তথ্য, আবেদন প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়ায় সহায়ক হিসেবে নানা জিজ্ঞাসার উত্তর পাবেন। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২১।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: