শিরোনাম

South east bank ad

সালথায় হামলা ভাংচুর আহত ৪ আটক ৩

 প্রকাশ: ১৪ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন (সালথা):

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার বল্লভ‌দি ইউ‌নিয়‌নের কাজীরবল্লভ‌দি উত্তরপাড়া এলাকায় বা‌ড়িঘ‌রে হামলা চা‌লি‌য়ে ভাংচু‌রের ঘটনা ঘ‌টে‌ছে। সোমবার (১৪ জুন) ভো‌রে এই‌ হামলার ঘটনা ঘ‌টে, এ‌তে ৫-৬ টি ঘর ভাংচুর ক‌রে হামলাকা‌রিরা এই ঘটনায় ৪ জন আহত হ‌য়ে‌ছে ব‌লে জানা যায় এবং দেশীয় অস্ত্রসহ ৩ জন‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ।

স্ব‌রেজ‌মি‌নে গি‌য়ে স্থানীয় সূত্রে জানা যায়, উপ‌জেলা শ্রমিকলী‌গের সভাপ‌তি শা‌হিন খন্দকা‌রের সা‌থে স্থানীয় আওয়ামীলীগ নেতা দুলাল কাজীর বি‌রোধ চ‌লে আস‌ছিল, এরই সু‌ত্রে ধ‌রে সোমবার সকা‌লে শা‌হিন খন্দকা‌রের সমর্থকরা দুলাল কাজীর সমর্থকদের বা‌ড়ি‌ ঘ‌রে হামলা চালায় , হামলাকারীরা প্রায় ৫/৬ টি বা‌ড়িঘর ও এক‌টি দোকা‌নে হামলা চা‌লি‌য়ে ভাংচুর ক‌রে। হামলা ঠেকাতে গি‌য়ে ম‌হিলাসহ ৪জন আহত হ‌য়ে‌ছে ব‌লে জানা যায়, আহত‌দের মুকসুদপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্স ও স্থানীয়ভা‌বে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। হামলার প্রস্তু‌তিকা‌লে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ।

এই বিষ‌য়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা দুলাল কাজী ব‌লেন, ক‌য়েক‌দিন যাবত তারা মি‌টিং কর‌ছিল, ত‌বে এলাকা শান্ত ছিল, কোন উস্কা‌নি ছাড়াই আ‌ধিপত‌্য বিস্তার করার জন‌্য এই হামলা চালা‌নো হ‌য়ে‌ছে।

হামলার বিষ‌য়ে উপ‌জেলা শ্রমিকলী‌গের সভাপ‌তি শা‌হিন খন্দকার ব‌লেন, এলাকা অনেক দিন যাবত শান্ত ছিলো হেলাল কাজী ওরফে হেলাল ডাকাত নামের লোক জেল থেকে বাড়ি ফেরায় আবার অশান্ত হয়ে পড়েছে। এলাকার কিছু লোক তার ভয়ে বাড়ি ফিরতে পারছিল না। তাদের নিজের বাড়ি ডুকতে গেলে তারা বাঁধা সৃষ্টি করে। আর আটক হওয়া লোক গুলো আমার দলীয় নয়।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, উভয়পক্ষ সংঘ‌র্ষের প্রস্তু‌তি নি‌চ্ছিল, আমরা গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আ‌নি, বর্তমা‌নে এলাকার প‌রিবেশ শান্ত র‌য়ে‌ছে, এলাকার প‌রি‌বেশ শান্ত রাখ‌তে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে, সংঘ‌র্ষের প্রস্তু‌তি কা‌লে দেশীয় অস্ত্রসত ৩জন কে আটক করা হ‌য়ে‌ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: