টাঙ্গাইলে শ্রমিকদের কর্মবিরতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মো: আবু জুবায়ের উজ্জ্বল (টাঙ্গাইল):
প্রধানমন্ত্রী শেখ হাসিানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছোট মনির এমপি’কে নিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন, জেলা রিক্সা ও হোটেল শ্রমিকদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছোট মনির, জেলা আ্ওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্র রঞ্জন সরকার প্রমুখ।
এসময় বক্তারা শ্রমিকদের উপর হামলা হয়রানি বন্ধ ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।